দিঘী - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০

দিঘী

দিঘী
ছুঁতে চাওয়ার মুহুর্তরা
কাগজ ভাসায় চোখে
নর্দমাতেও নিজের ছবি
ভীষন ভালোলাগে
হঠাৎ করে ধুকপুকানি
তোমার নজড় কাড়ে
হঠাৎ করে কান কামড়ে
আমায় নিয়ে পড়ে
ধ্যাৎ তেরিকা
এসব কি-কেউ এমন করে বলে
পুড়েই না হয় পুড়িয়ে দেবো
সকল গভীরতা
শেষ হবে না চাওয়া পাওয়া
থাকবে নীরবতা
তখন যেন আঙুল দিয়ে
মাপতে পারো শ্বাস
পরিসীমার বাঁধন ছিঁড়ে
গাঁথব মালা একরাশ
ক্লান্ত যখন নর্মদা চোখ
সমুদ্রকে চাইবে
আকাশ তখন মেঘের সাথে
রামধনুতে ভাসবে
ভাসতে ভাসতে রূপকথারা মেঘের সাথে মিশবে
উষ্ণ ঠোঁটের পরশ তখন
উজান শুধুই চাইবে

কথাকলি শর্মিষ্ঠা সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad