যে ড্রোন বাদুরের মতো ওড়ে - আমার বাংলা নিউজ ২৪x৭

খবর ও লেখা সকলের জন্যে

ব্রেকিং

Home Top Ad

Post Top Ad

শনিবার, ২২ মে, ২০২১

যে ড্রোন বাদুরের মতো ওড়ে

যে ড্রোন বাদুরের মতো ওড়ে

বাদুরের মতো করে ড্রোন উড়বে কেনো। স্বাভাবিকই এ ধরণের প্রশ্ন জাগতে পারে আপনার মনে। আর এরই উত্তর দেওয়ার চেষ্টা করেছে বিবিসি বাংলা। সম্প্রতি একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, বাদুর সাদৃশ্য এই ড্রোন আকারে ছোট এবং এটি বিপজ্জনক জায়গায় যেতে পারে। তার ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ছে। অন্য ড্রোনের তুলনায় এই বাদুর ড্রোনের শব্দ কম এবং এটি অনেক বেশি জ্বালানি বান্ধব। এই ড্রোনটি নরম এবং এগুলো এমনভাবে ওড়ে যা বাদুরের ওড়ার প্রধান বৈশিষ্ট্যগুলোকে হুবহু নকল করে।  

এগুলো ওড়ার সময় ডানায় থাকা ৪০টি সংযোগস্থলকে ব্যবহার করে। এদের মাত্র নয়টি সংযোগস্থল কার্বন ফাইবার দিয়ে তৈরি। যা এটিকে হালকা কিন্তু শক্ত এবং অনেক বেশি নমনীয় করে। এই ড্রোনগুলোর ওজন মাত্র ৯৩ শতাংশ এবং একটি ছোট মোটর এটিকে নিয়ন্ত্রণ করে যা এর মেরুদণ্ডে বসানো থাকে। এটিতে সেন্সরও যুক্ত আছে যা সংযোগস্থলের কোণ পরিমাপ করে। সেন্সর এর ডানা একটি ছোট-বড় করতে সহোযোগিতা করে।

খবর ও ছবি: সংগৃহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad